চলতে চলতে ও কত কথা শুনতে হয়
বলতে বলতেও মাঝে মাঝে থামতে হয়
আমার দুপাশের পৃথিবী এখন দুলছি
চলমান গতির ভারে দুলতে দুলতেই কিছু ভুলছি,
দুপাশের জন অরণ্য যেন শূন্য
স্থির দেবতার বেসে আছে তাকায় ঐ মহামান্য
কেঁপে কেঁপে ছুটে চলে রেলগাড়ি
গাড়িতে বসে থাকা যাত্রীরা সবাই যাবে বাড়ি
রেল গাড়ির বাড়ি নেই; গ্রাম নেই
ঘুরে যায় সে সব গ্রাম, সব বাড়ি,
রেলের কামরায় দেখি সব গাছগুলো ঘুরছে
সব মাঠগুলো আকাশকে ঘাড়ে নিয়ে ছুটছে
কামরার ভিতরেরও পরিবেশ হরেক সাজের
হকারের কন্ঠে নানান পন্যের প্রশংসার সুর বাজে
গতি কমে, গতি বারে, আমাদের রেলগাড়ির
ঘুরে চলা চাকার সাথে এগোচ্ছে পথ আমাদের বাড়ির,
স্টেশন আসে এক একটা, থামে ট্রেন বারবার
মজার রেল যাত্রা করেছি বহু, করবো আবার
বিশ্বসেরা মজার ভ্রমণ রেলে চড়া যেমন
বাবা-কাকা; দাদু-দিদিমার কাছে রেল যে আজও আপন
ট্রেনের জালনায় ভুবন দেখার মজা কত ভারী
নানা জনের আনাগোনা;কত কি হয় বেচাকেনা; জিনিস কত রং বাহারি
এখন আমি যাব কৃষ্ণনগর, ফিরব আমি রাতে
রাতের শেষে দেখব আবার ছুটছে রেল নতুন দিনের প্রভাতে।