এক যে ছিল ছিলিম্ চাচা
মস্ত বড় নেতা,
চটকদার সব পোশাক আশাক
বাদশাহী চাল কেতা।
কূট কৌশলে চাণক্য হন
বাহারী যে দাঁড়ি ,
ছল কপটে পরকে লুটে
করেন বাড়ি গাড়ি।
ভোটের আগে ঝোলা কাঁধে
ছাড়তো লম্বা বুলি,
হাতের মুঠোয় আছে নাকি
আলাদীনের ঝুলি।
গাঁয়ের সবে ভোটটি দিলে
পেলে ক্ষমতা বলে,
সবার ইচ্ছে পূর্ণ করবেন
নেতা হবার ফলে।
লোভের রেশে চাচার কাছে
সবাই এসে বসে,
নানা খাবার দিতে ছিলিম
আয়েসে খান কষে।
পাড়া পড়শী কেতাত্থ যে
শুনে চাচার কথা,
সাগরেদ তোমার করে নিলে
কাজটি হবে তথা।
ভোটে জয়ী হতেই চাচা
নিজের আখেড় গড়ে,
আক্কেল গুড়ুম দেখে সবার
চোখের জলটা ঝরে।