অনেক শুনেছি তোমাদের নাকি কান্না
থামাও, আর না!
দেখো রোদ্দুরে ঘাসের ডগায় ঝলমলে
চুনী-পান্না!
বেগুন ভাজার মতো মুখখানা ঘুচিমুচি
ভুরু কোঁচকা
সিন্ধুবাদের মতন মাথায় সাড়ে
সাতমন বোঁচকা?
কেন গো তোমার ঠোঁটে বাকা হাসি, চোখে
আগুনের ফুলকি
যাকে পাও তার গায়ে এঁকে দাও নানা
নিন্দের উল্কি?
অনেক শুনেছি তোমাদের নাকি কান্না
থামাও, আর না দেখো
রোদ্দুরে পুকুরের জলে ঝলমলে চুনী-পান্না!