চলো সবুজে একটু হাঁটি
প্রাণ ভরে নিই বিশুদ্ধ বাতাস,
বন বনানীর সবুজ পরিবেশে
চলো ঘুরে আসি সবুজের আবাস।
প্রকৃতিতে এখন লুপ্তপ্রায় সবুজ
চারদিকে শুধু কংক্রিটের বাহার,
বৃক্ষ নিধন চলছে অবাধে
নগরায়নের কারণে এই অবিচার।
কার্বনডাই অক্সাইডের বাড়ছে আধিক্য
উষ্ণায়নে জর্জরিত পৃথ্বী প্রতিনিয়ত
সবুজ ধ্বংসের ফলে প্রকৃতির ভারসাম্য হীনতা
জীবকুলের অস্থিত্ব রক্ষায় বিপন্ন অবিরত।
সবুজ নিধনে সভ্যতার অবক্ষয়
দুষণের কালো থাবায় ঘনাচ্ছে বিপদ,
জাগাও বিবেক, ঘুমন্ত চেতনাকে
জানবে বৃক্ষই বিমল সুস্থ প্রাণের সম্পদ।
ফুল ফল নানান ঔষধি গাছ করে প্রদান
রৌদ্র তাপে ক্লান্ত পথিক করে তলে বিশ্রাম ,
ভূমিক্ষয়, ভূমিকম্পন করে রোধ গাছ
পক্ষী ও বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয় ধাম।