রোগা পটকা স্বামী বিশু
বউয়ের দাপট তলে,
যৌতুকের পেল্লাই খাটের ডাটে
তুলো ধোনা চলে।
কপাল মন্দ ভাবে বিশু
খাটের কোণায় থাকে,
বিশাল বপুর গিন্নী কেমন
দাপটে তাকে রাখে।
নাকের ডাকে পরম সুখে
গিন্নী নিদ্রা দেন,
পড়ে যাবার ভয়েই বিশু
চটকা ঘুমিয়ে নেন।
ফন্দি আটে মাথার ভিতর
জব্দে রাখবে ধরে,
নস্য নাকে গুঁজে দিলে
হেঁচে তখন মরে।
ঘরে বাইরে করছে গিন্নী
সর্দি ধরে গেল,
নাকটি ডেকে এবার বিশু
ঘুমের জগৎ পেল।