আমি ঘুমোতে ভালোবাসি, বসে থাকতে ভালোবাসি, কবিতা ভালোবাসি।
সব ভালবাসা যে জড়িয়ে রাখবে তার মানে নেই।
এইতো সেদিনই ভালোবেসে একখানা বাইক কিনে নিয়ে এলাম,
অথচ পেট্রোলের মুখ উঁচিয়ে থাকায় সাইকেল নিয়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছি।
কিংবা যে প্রেমিকাকে ছাড়া বাঁচবো না ভেবেছিলাম,
তাকে ছাড়াও বেশ বেঁচে আছি!
ঠিক এমনভাবেই আমি সুখ শান্তিও ভালোবেসেছিলাম-
অথচ আজ বহুদিন হলো স্বপ্ন দেখিনি, চোখ পলাশবর্ণা;
আমায় দুটো ঘুমের ওষুধ এনে দিতে পারো শুভ্রনীল?