ঘুঁটে পোড়ে গোবর হাসে ।
মোর মনটা ভীষণ ভালোবাসে ,
নিজের সুখের চাইতে ,
পরের দুঃখে আনন্দে গান গাইতে ।
অন্যের সুখে ম্লান হয়ে যায় মুখ ।
অন্তর কেঁদে ওঠে, ভেঙে যায় বুক ।
দিন কেটে যায় ; সমালোচনায় ।
লোক দেখানো অনুশোচনায় ,
চোখেতে জল আসে ।
কুমিরের কান্নায় , নদীর কুল ভাসে ।
আসলে তোমার বিপদেতে, অন্তর আমার তৃপ্ত ।
প্রশংসা পরের শুনলে আমার, মেজাজটা হয় ক্ষিপ্ত ।
বাঙালি আমি, এমনই স্বভাব ।
মুখে, মুখে চরম ভাব ,
আসলেতে শত্রু তুমি – আমি ।
দোষ কি আমার, চরিত্রটা, গড়েছে অন্তরযামী ।