একটু বসুন স্যার চা- বিস্কুট খান
তারপরে দেবো হাতে এক খিলি পান।
গাঁয়ের মানুষ মোরা কেহ এলে ঘরে,
অতিথির সেবা করি যাহা সাধ্যে ধরে।
গরম পড়েছে ভারী এই নিন পাখা
তালপাতা দিয়ে বোনা শীতলতা মাখা,
জুড়িয়ে যে যাবে স্যার থাকুন নিশ্চিন্ত,
পুকুরের তাজা মাছে ভরে যাবে চিত্ত।
শুনবো না মানা কোনো খেয়ে যেতে হবে
অতিথি উপুস যাবে কে শুনেছে কবে!
আপনি হলেন স্যার কেউকেটা জানি,
আমরা গরিব মুখ্যু মনে সেটা মানি।
তবু বলি খোলা মনে শহর বাজারে
এমনটা তাজা মাছ মিলে কি হাজারে?
নিয়ে যান কৈ- মাগুর ছেলেমেয়ে খাবে,
ক্ষেতের সব্জী দিলাম খেয়ে মজা পাবে।
ওদিকে কি দেখছেন! শতছিদ্র চালে!
সরকারি সহায়তা মিলে নাকো ভালে,
খেটেখুটে যতটুকু উপার্জন করি,
হাসিমুখে থাকি সবে দুখেরে না ডরি।
বাপ-দাদা গিয়েছিলো ভিটে খানা করে
মাথা গুঁজে বেঁচে আছি জল বৃষ্টি ঝড়ে।
গাঁয়ের কল্যাণে কাজ করছেন শুনে
সকলেই মহাখুশি আপনার গুণে।