রাতের বেলা লম্ফ জ্বলে
আলো আঁধার ছায়া,
ঠাম্মা দাদুর গল্প শোনায়
মায়াবতী মায়া।
ফোকলা গালে হেসে ঠাম্মা
খুলেন গল্পের ঝুলি,
পরীর দেশের মজার গল্পে
নাতি হাসে দুলি।
রাক্ষস খোক্ষস দত্যি দানো
পাতালপুরীর কন্যা,
শুনতে গিয়ে ঘুমের মাঝে
নামে স্বপ্নের বন্যা।
বন্দি কন্যা মুক্ত করতে
তুমুল লড়াই চলে,
তলোয়ার নেই লাঠির ঘায়েই
রাক্ষস পড়ে ঢলে।
পাতাল পুরীর কন্যা লয়ে
আসে যখন ঘরে,
‘ওঠনা খোকা’ – ঠেলছে মায়ে
কানটি মুলে ধরে।