পুরোনো দিন ভীষণ দামি
সিন্দুকে আছে স্বপ্নে ভরা,
স্মৃতির পাতায় উঁকি মারে
খেলার মাঝে আছে ধরা।
গরমের ছুটিতে পিট্টু ডাংগুলি
খেলার মাঝে কাটতো বেলা,
সন্ধ্যার সময় পড়তাম দুলে
স্কুলের পড়া ছিল মেলা।
পুরোনো দিন ভীষণ দামি
সিন্দুকে আছে স্বপ্নে ভরা,
স্মৃতির পাতায় উঁকি মারে
খেলার মাঝে আছে ধরা।
গরমের ছুটিতে পিট্টু ডাংগুলি
খেলার মাঝে কাটতো বেলা,
সন্ধ্যার সময় পড়তাম দুলে
স্কুলের পড়া ছিল মেলা।