কি ভীষণ যন্ত্রনা,অগ্নিতপ্ত মরু প্রান্তর,
তবুও হেঁটে চলেছি নিরন্তর!
থেমে যাওয়ার উপায় নেই
পিছিয়ে পড়তে চাইনা একদমই,
গন্তব্য আছে ঠিকানাটাই জানা হয়নি
তবু কখনো মরিচিকার পিছনে দৌড়ায়নি।
পথভ্রষ্ট হইনি আজও কোনো প্রলভনে,
লক্ষ্য স্থির রেখেছি শুধু গন্তব্যের সন্ধানে।