কৃষ্ণ গৌর ঠাকুর তুমি
কল্পনা বাস্তবে এসে,
ক্রন্দন হাস্য তোমার রূপে
গদ্য পদ্যে মেশে।
উষা সন্ধ্যা তোমার নামে
গৃহী সন্ন্যাসী ডাকে,
স্বর্গ নরক উদ্ধার হবে
ইতর ভদ্র থাকে।
উষ্ণ শীতল সম্পর্ক মোদের
জ্যোৎস্না অন্ধকার নামে,
উত্তম অধম করবে বিচার
খ্যাত অখ্যাত ধামে।
উত্থান পতন চলছে খেলা
ইচ্ছা অনিচ্ছা রূপে,
ভালো মন্দে জীবন কাটে
আয় ব্যয় চুপে।