ব্যথার নিমরসে ঝরে পড়ে খোলসের আবরণ,
রোজ অনুভূত হয় নিঃশব্দ পদসঞ্চার,
ওত পেতে থাকে শব্দের দাসখত,
চুকেবুকে যাওয়া সম্পর্কে এখনো কি লেগে আছে আঠালো মাটি?
ধূলিকণা ঝেড়ে রাখি নিভৃতে,
কিছুটা স্বস্তির জল ছিটিয়ে দাও সংক্রমিত ধারায়,
খোশমেজাজি পিছুটান অনেকটাই পাতাবাহারী রামধনুর মতো,
হলুদ বিবর্ণ বর্ণমালায় এখন সুগভীর সুখ।
আশার লালিত যাপন কাটে জোনাকির আলোসুখে,
একঘেয়েমির আলসেমিতে শব্দ সাজায় নিখুঁত উচ্চারণ।
প্রচ্ছদ ঢেকে আছে বিস্তর অবিন্যস্তে,
নীল বেদনা ঢাকা পড়ে গেছে অবহেলার অজুহাতে,
সম্পর্কের প্রতিবিম্বে খেলা করে সন্ধির রোদ্দুর,
খোলসের আবরণ ছেড়ে বেড়িয়ে এসো সেঁজুতির মিহিন আলোয়