খাই খাই রাজার গল্প
বলছি তোমাদের শোনো,
ভুবন মাঝে এমন পেটুক
রাজা নেইকো কোনো।
ইয়াবড়ো সোনার থালায় রাজার
শতেক ব্যঞ্জন সাজে,
মাছ মাংস কাবাব পোলাও
দৈ মিষ্টিতে রাজে।
ঘুমের মাঝেও স্বপ্নে রাজা
চিবুন পাঁঠার ঠ্যাং,
নাকের বাদ্যে ঠেললে রানি
ঘুমেই মারেন ল্যাং।
আক্কেল গুড়ুম দেখে সবার
পেটুক রাজার কান্ড,
এমন ধারা চললে হবে
শূন্য রাজকোষ ভান্ড।
ব্যাপার মোটেই নয় সুবিধের
চিন্তায় রানি পড়ে,
মন্ত্রীর সাথে শলা পরামর্শে
বুদ্ধিটা বের করে।
কাঁকর দেন ভাতে মিশিয়ে
ব্যঞ্জনে পাথর কুচি,
হায় ভগবান ,উল্টো ফলে
রাজার বাড়ে রুচি।
ডজন খানেক পাচক ব্যস্ত
লুচি- পায়েস- দমে,
জলখাবারে হয়না খাওয়া
দুশো লুচির কমে।
সাথে চাই ডিমের হালুয়া
ঘি দুধে তৈরী,
খাবার উনিশ বিশে রাজা
রেগে চরম বৈরী।
খাদ্যরসিক রাজার চাই
নিত্য নতুন রান্না,
দেশ বিদেশের রেসিপি আনায়
পাচক খটমল খান্না।
ভোজন রসিক রাজার খবর
গিনিস রেকর্ড তোড়ে,
ওমা! একি,শুনেই তোমরা
হাসছো কেন জোরে?