গর্ত খোঁড়া চলেছেই।প্রতিদিন বাড়ছে আয়তনে
বেশ বেশ বেশ কয়েক ফুট।
খুশী-ডগমগ,আনন্দ উচ্ছ্বল মুখের পরিধিতে
দৃপ্ত নিপুণতা যেন এক পরিচিত ভগ্নদূত।
কুশলী হাত ভূত-বর্তমান-ভবিষ্যত সবকিছু
এক ছত্রতলে আনতে বদ্ধপরিকর।
গর্ত খোঁড়ায় তবু নেই অন্ত।
ক্ষেত্রফলের ইঞ্চি ইঞ্চি তুখোড় বাড়-বাড়ন্তে
গর্তের হাঁ-টা খুবই বড়সড়।
সামনে দাঁড়ালেই হিমেল স্রোত শিরায়-শিরায়
তীব্র অজানিত আন্দোলন।
প্রত্নতত্ত্বের সন্ধানী চোখ অকথ্য অবাধ্য শূন্যতায়
মৃগীর মতন এদিক-ওদিক নড়েচড়ে।
গর্ত-খনন তবুও উদ্যোগীর বাঁচন।
খননের গভীরতা যত বাড়ে আর বাড়ে
অভব্য উল্লাসে ততই লম্ফনে আমোদিত অশালীন মন।