ক্রমাগত ক্ষয় হতে হতে
ভঙ্গুর হৃদয়ে বাসা বাঁধে ফসিল,
তীব্র আর্তনাদে আছড়ে পড়ে ঢেউ,
দে ছুট স্বপ্ন সেতু উড়িয়ে-
আজব প্রক্ষালনে মেঘ ছুঁড়ে দেয়
একফালি রামধনু,
নীল দিগন্তে…..
গাঢ় চুম্বনে নেমে আসে তরল প্রণয়,
ফুৎকারে উড়ে যায় কালো মেঘের ভ্রুকুটি,
তারা খসে পড়া উজ্জ্বল আলোয়
সময় বিভ্রমে সারে শোকযাত্রা,
জোনাকির দল আঁধারের বৃত্তে আবদ্ধ বিমর্ষতায়….
এগিয়ে চলি কাঁটার পথ বেরিয়ে
কোনো এক আকাশ কুসুম ভাবনায়…….