জল মানে কত কিযে হয়—থই থই জল, ধানের শিসের
গন্ধ, কোন গন্ধ চাই, বাতাসে চাবুক মারে, ক্ষুধার শরীরে
ভাতের সুঘ্রান, ভয়ের রাত্রির কল্লোল , আতপ্ত মরুর তৃষ্ণা,
চৈতালি ঘূর্ণির দিনে এক হাতে ঠাণ্ডা জল, মুখে হাসি,স্বাচ্ছ
শরীর,শরীরের গভীরে কেউ নেই, কেউ নেই কোথাও –
শুধু জল, জলের গভীরে জল, দুফোঁটা জল, জন্মের ঋণ।
তবু সত্যি জেনে গান বেঁধেছি সারারাত—তুমি আছ অলৌকিক রাতে,
লৌকিক দিনে কর্ষিত ক্ষেতের ধারে আল বেয়ে চলে যায় প্রত্যেকটি দিন।
তবু তৃষ্ণা জেগে থাকে জলের গভীরে, জলের গভীরে জল, তৃষ্ণার ঢেউ
ওঠে জলের মসৃণ তলে, হাহাকার বয়ে যায় উদ্দাম হাওয়ার বেগে জলের
শয্যায়, কারা যেন বলাবলি করে , আসন্ন রাত্রির প্রচ্ছায়ে প্রদীপ নিভেছে। কোথাও জলের গভীর গন্ধ।
জল মানে কত কিযে হয়—থই থই জল, ধানের শিসের
গন্ধ, কোন গন্ধ চাই, বাতাসে চাবুক মারে, ক্ষুধার শরীরে
ভাতের সুঘ্রান, ভয়ের রাত্রির কল্লোল , আতপ্ত মরুর তৃষ্ণা,
চৈতালি ঘূর্ণির দিনে এক হাতে ঠাণ্ডা জল, মুখে হাসি,স্বাচ্ছ
শরীর,শরীরের গভীরে কেউ নেই, কেউ নেই কোথাও –
শুধু জল, জলের গভীরে জল, দুফোঁটা জল, জন্মের ঋণ।
তবু সত্যি জেনে গান বেঁধেছি সারারাত—তুমি আছ অলৌকিক রাতে,
লৌকিক দিনে কর্ষিত ক্ষেতের ধারে আল বেয়ে চলে যায় প্রত্যেকটি দিন।
তবু তৃষ্ণা জেগে থাকে জলের গভীরে, জলের গভীরে জল, তৃষ্ণার ঢেউ
ওঠে জলের মসৃণ তলে, হাহাকার বয়ে যায় উদ্দাম হাওয়ার বেগে জলের
শয্যায়, কারা যেন বলাবলি করে , আসন্ন রাত্রির প্রচ্ছায়ে প্রদীপ নিভেছে। আরেকটি কবিতাও পাঠালাম। আশাকরি ভাল আছ।