অজানা এক বনের মধ্যে তোমার সঙ্গে গিয়েছিলাম
আর যাবো না, আর যাবো না, আর যাবো না।
চিনি না, আমি জানি না, সব অজানা লোকজনের
সঙ্গে এক বিছানা পেতে বললে ‘ঘুমোও’।
ঘুমোনো যায়? অজানা এক জাহাজ এলো নিতে
তোমাকে এক নাবিক এসে জড়িয়ে ধরে কাঁদলো
নাকি হাসলো নাকি ভীষণ জোরে বকলো
কি চায় সব অজানা লোক তোমার কাছে কি চায়?
হাতির দাঁত, ময়ূর নাকি বিকেল বেলার সমর্থন?
কি চায় ওরা তোমার কাছে? মারুতি জিপে গোয়ালিয়র?
থাকো তোমার অজানা সব নাবিক আর জাহাজ নিয়ে
অজানা সেই বনের ধারে কেন যে আমি গিয়েছিলাম!