পচনশীল শরীরে আজ আমি এক কুষ্ঠরোগী
সারা শরীর জুড়ে দগদগে ক্ষত
গা ঘিনঘিন করা আঁশটে গন্ধে-
ভনভন মাছি উড়ছে সারাক্ষণ আমার চারপাশে
ওহে পবিত্র সমাজ!
আজ আমায় স্পর্শ কোরো না।
ক্ষয়িষ্ণু অঙ্গ-প্রত্যঙ্গেরা একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে!
কে কত আগে ক্ষয় পেতে পেতে লুপ্ত হতে পারে!
ঠিক যেন প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর- হংসচঞ্চুর মত-
আমার বিছানা পুঁজ রক্তের কালসিটে আল্পনায় বর্ণিল
আমার দেউলের ঘুলঘুলি দিয়ে ধেয়ে আসে রুক্ষ পবনবাণ!
তার মুহুর্মুহু আঘাতে গলে পড়ে আমার পচনশীল দেহ!
ওহে পবিত্র সমাজ!
এমন কোন নর্দমা সৃষ্টি করতে পার?
যেখানে বিয়োজক কীটেরা এক চুমুকে শুষে নেবে আমার পঁচাগলা দেহটা।