কিস্তিমাত
ওরে বিন্নি দরজাটা খোল,সারাদিন বদ্ধ ঘরে কেউ মুখ গুমরে এভাবে থাকে নাকি ! দেখ মা,দেখ তুই ভালবাসিস বলে গাছপাকা আম এনেছি আমি বাজার থেকে বলে হাঁকলেন বাবা রথীন বাবু ।
পাড়ায় জোর খবর আজ বাড়ি বাড়ি ভোট প্রচারে আসবেন দোর্দন্ড প্রতাপ ক্যান্ডিডেট রঘুপতি মিত্তির যে কিনা আবার বিন্নির শ্বশুর ।শুরু হয়েছে সকাল থেকে সাজো সাজো রব পুরো এলাকা জুড়ে।বিকালে রোড শো হলে বাহুবলী নেতা পুষ্প বৃষ্টি ছুঁড়বেন জনতার উদ্দেশ্যে।
বিন্নির সত্যিই দুর্ভাগ্য , নৈলে অমন পিশাচ ঘরে মিত্তিরের মাতাল কুলাঙ্গার ছেলেকে বিয়ে করতে হয়! বিয়ের ছয়মাসের মধ্যেই স্বামীর স্বরূপ বুঝতে পেরে প্রতিবাদ করতেই ঘাড় ধাক্কা দিয়ে বাপের ঘরে ফেরৎ পাঠায় ওরা বৌমাকে।সেই থেকে খুব একটা প্রকাশ্যে বের হয় না নতুন বউ তথা এবাড়ির আদরের সুকন্যা বিন্নি।
রান্না ঘর থেকে সরলা দেবী স্বামীর উদ্দেশ্যে হাঁক দিলেন ,”তুমি নিজের কাজ সারো,বিন্নি ঠিক আছে,ঘাঁটিও না”। যতই ঠিক আছে বলুক,বাপের মন আনচান স্বাভাবিক ।কত্ত ধার দেনায় মেয়েটার সেদিন বিয়ে হলো বনেদি ঘর-বংশ দেখে,বছর ঘুরতেই এ এক বিচ্ছিরি লোক লজ্জায় কিনা বাপের ঘরে! কি যে আছে মেয়ের কপালে চিন্তায় অস্থির রথীন।
হৈ হৈ শব্দে বাড়ির সামনে মিছিল হাজির হতেই মা টোকা দিয়ে বললো ,”ওলো দরজা খোল, তোর শ্বশুর আসছে নিশ্চয় ফিরিয়ে নিয়ে যেতে ।ছমাস বাপের ঘরে,এটা মানায় কি,রাগ করিস নে মা দোর খোল !”
“মা,তুমি ওদের চেনো না,সব লোকদেখানো নাটক।মহা ধড়িবাজ ,দায়ে পড়ে এসেছে অনুগামীদের নিয়ে। বাড়ির বউ কে ঘরে না ফেরাতে পারলে মান সম্মান ধুলোয় মিশবে,এটা কি বোঝো না তোমরা “!
“সে হোক, দরজা খুলে প্রনাম কর “-কথাটা শুনেই রাগে ফুঁসে ওঠে বিন্নি,”কি বলছো মা,ওনার প্রশ্রয়ে গুন্ডা তোলাবাজরা নিশ্চিন্ত আশ্রয়ে ।বলতে ঘেন্না তোমাদের জামাই কত যে নাবালিকার ধর্ষক।আমিও এমন পরিস্থিতির শিকার। খবরদারি,গুন্ডামি,চোখ রাঙানিতে নাভিশ্বাস উঠছে গোটা শহরের। বাধা দিও না ,মেয়ে হিসাবে এ আমার আত্মমর্যাদার লড়াই মা,আমায় বাধা দিও না” বলে দরজা খিল দিলো আবার বিন্নি।
একটু পরেই ভিড় ঠেলে বাজখাঁই গলায় শ্বশুর মশাই রঘুপতি মিত্তির বলে উঠলেন,” বৌমা,খুব দরকার ছিল তোমার সাথে,পরিবারের সম্মান রক্ষার দায়িত্ব তোমার হাতেই । চতুর্দিকে ভোট বয়কটের হাওয়া তুমি বাড়ি চলো,সব দাবি মেনে নেব।”
“মুচলেকা চাই বাবা,আগে তুলে দিন নিজের ধর্ষক সন্তানকে পুলিশের হাতে ।তারপর না হয় প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানাবেন। “একনাগাড়ে দৃঢ়তার সাথে বলে চলছে বিন্নি ,”প্রশাসনকে ঠুঁটো জগন্নাথ করা বন্ধ করুন ।ভাঙুন চোলাই ঠেক,ভয়ের পরিবেশ, তারপর ভোট ভিক্ষা করবেন,আমায় ফেরানোর দাবি নিয়ে আসবেন।এটা মাথায় রাখবেন এবার আমি নির্দল প্রার্থী হয়ে আপনারই বিপক্ষে লড়ছি।জনগণের আশীর্বাদে এই শহরে জিতে গুন্ডারাজ বন্ধ করে শান্তি ফেরানো আমার অন্যতম প্রতিশ্রুতি।আমার এই ঘরে বাইরে লড়াইয়ের অনুপ্রেরণা শোষিত নিপীড়িত মহিলা ও যুব সমাজের সমর্থন” ।