বিবিধ সঙ্গীতে অসামান্য দক্ষতায়
নিপুণ সাধক যিনি,
সঙ্গীত জগতের কিংবদন্তি রূপে
হেমন্ত মুখার্জি চিনি।
অসাধারণ বুৎপত্তি সঙ্গীতে তাঁর
সুরকার শিল্পী রূপে,
অগণিত পুরস্কার পেলেন কতনা
আরতি –ভক্তির ধূপে।
হৃদয় নিঙরানো সুরের মূর্ছনায়
‘ হেইয়ো রে মারো জোর’,
‘ আয় খুকু আয় আয় খুকু আয়’ গানে
বাঁধে আবেগের ডোর।
চলচ্চিত্র হোক বাংলা কিংবা হিন্দি
গায়ক হেমন্ত হলে,
সুপার হিট হবেই নেপথ্য সঙ্গীতে
জনতার মন বলে।
দেশ- বিদেশের অগণিত অনুষ্ঠানে
যশের ঝুলিতে তাঁর,
পেয়েছেন ভালোবাসা পুরস্কার খ্যাতি
শ্রদ্ধার ফুল হার।
সুরের সুরভি ছড়ায়ে সবার প্রাণে
নিলেন হৃদয়ে স্থান,
কথা আর গানে স্মরণে মননে গুণী
রবে গো তোমার দান।