কোনো এক বার্তা এনেছে কালো মেঘ,
কালো চুল এলিয়ে ছুটে চলেছে একপ্রান্ত থেকে অপরপ্রান্তে।
এলোমেলো বৃষ্টি কণায় সিক্ত করে চলেছে।
হেমন্তের বিদায় জানাতে তৎপর।
শীতকে আবাহন করছে তার মেঘমালায়।
সারাদিনের ছন্দপতন।
চঞ্চলতাকে বন্দী করেছে মুঠোয়।
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে অলসতার সুর।
গুটি গুটি পায়ে
শীতের আগমন।
সাদরে গ্রহণ করো তারে,
সাথে এনেছে রাশি রাশি সবজি, ফুলের ডালি।
ছুটির আমেজে মাতবে শৈশব
মাতবে যীশু
মাতবে ভূবন
চেনা ছন্দের দাঁড়িতে পড়বে টান।