কালের নিয়মে একদিন ফেলে যাব সকল লেনা-দেনা
একদিন কাক ভোরে আমার সূর্যের হবে পূর্ণগ্রাস
চেনা মানুষ আর চেনা পৃথিবীর গলিপথ মুড়ে যাবে নীরবতায় আস্তরনে ।
মিশে যাবো মহাকালের মিছিলে
এ সংসার , এ গৃহকোণ , সকালে চায়ের পেয়ালা আর আমার লেখার খাতা —
সব থাকবে পরে ।
রান্না ঘর থেকে ভেসে আসবে না হাতা খুন্তি ঠুং ঠাং আওয়াজ
মিছিলে মিছিলে শ্লোগান তুলবে না এ কণ্ঠ
প্রতিবাদী মুখ এক্কেবারে হবে নিঃশ্চুপ
সেজে উঠবে শরীর সুগন্ধি রজনীগন্ধায়
ধূপের সুগন্ধি ধোঁয়ায় ভেসে যাবে চারিধার ।
তারপর——-
একমুঠো ছাই ভেসে যাবে গঙ্গার শান্ত সলিলে
হয়তো একদিন ফিরে আসবো কোনো সূর্যদ্বয়ের পথ ধরে তোমাদের ঘরে