জানিস কি তুই এমন কথা
সুধাস গিন্নী মাকে
কর্তাবাবু ঘুমান যখন
কি দিয়ে শোন নাকে ?
শুনিস তবে যখন ডাকে
কর্তা বাবুর নাক
ঠিক মনে হয় ভাঙছে আকাশ
গুরুম গুরুম ডাক ।
রেগে বলেন কর্তাবাবু
“তাই কি সত্যি কথা ?
শুনতে আমি পাই না কেন
হয় না তো নাক ব্যাথা !
শুনলে আমি তবেই মানি
তোমরা সত্যি জানো
নইলে ভেবো লুকিয়ে হেথায়
রয়েছে দত্যি দানো” !