করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপরে উঠে
কামনদীর তুফান।।
প্রেম-রত্নধন পাবার আশে
ত্রিবেনীর ঘাট বাঁধলাম কষে।
কামনদীর এক ধাক্কা এসে
ছুটে যায় বাঁধন ছাদন।।
বলবো কি সে প্রেমের কথা
কাম হয়েছে প্রেমের লতা।
কাম ছাড়া প্রেম যথাতথা
নয় সে আগমন।।
পরম গুরু প্রেম প্রকৃতি
কাম গুরু হয় নিজ পতি।
কাম ছাড়া প্রেম পায় কি গতি
ভেবে কয় লালন।।