মাইকেল কবি সুকোমল ছবি ,বুক ভরা ‘কোকনদ’,
চির ভাস্বর কবি তিনি এই বাংলার সম্পদ।
অকুণ্ঠ তাঁর সাহিত্য প্রেম বিদেশী ভাষার মোহ,
বুকের ভেতর স্বপ্ন পীড়ন জ্বালা ছিল অহরহ।
আরবি, ফারসি, ইতালি ভাষায় দক্ষতা ছিল জ্ঞানে,
দক্ষতা ছিল রম্যরচনা দক্ষতা প্রহসনে ।
বিদেশ বিভূঁয়ে পড়লেন নুয়ে ঋণভারে জর্জর,
ত্রাতারূপে হাত বাড়িয়ে দিলেন যথারীতি ঈশ্বর।
বিদেশী ভাষার কাব্য রচনা মিলল না যশ খ্যাতি ,
আঁধার সে রাতে বিদ্যাসাগর জ্বলিয়ে দিলেন বাতি।
ইংরেজি মোহ ত্যাগ করে ফিরে বঙ্গ মাতার কোলে ,
বাঙলা ভাষার কাব্য গাথার বিজয় মাল্য দোলে।
বাঙলা মায়ের সুশীতল ছায়া স্নেহময় অঞ্চল,
মণিমানিক্য ভান্ডার ভরা চিত্ত অচঞ্চল।
অমর সৃষ্টি ‘মেঘনাদ বধ’ জীবনের সেরা দান,
বাংলা মায়ের দরবারে তাঁর অকুণ্ঠ সম্মান।