যে কথার মানে নেই তার বৃন্তচ্যুত শব্দ মুছে দাও
তারপর আলো জ্বেলে বদলে যাওয়া সময় দেখা
তারপর নতুন পুরনো সম্পর্কের ধুলো ঝেড়ে
হলুদ পুঁথির পাতা উল্টাতে উল্টাতে
পিছন ফিরে স্বপ্ন মনস্ক হেঁটে যাওয়া
কথার মুখোমুখি হলে পরবর্তী কথার জন্য
অপেক্ষায় থাকি,স্মৃতি সামনে এসে দাঁড়ায়
আর হাতের মুঠোয় ভরে উঠতে থাকে
অলৌকিক বাতাস ও বাতাসের আকস্মিক আলোড়ন
কথার আসল রহস্য জেনেই নিজেকে লুকিয়ে রাখি
আর মুখ ঘুরিয়ে হাঁটতে থাকি
বুকের ভেতর বয়ে যেতে থাকে পাড়ভাঙা
শব্দ মুখর এক ঢেউ নদী
আমি তাই কথায় কথায় বুক পকেটে জমিয়ে রাখি
শোকগাথা,প্রাচীন মুদ্রা,স্মৃতিকথা,যাপনলিপি
ও খসে পড়া পালক আর জীবনের কথা ও কাহিনী
এই সবের ভেতরেই ভালোলাগা, না লাগা
দিনগুলো,রাতগুলো,বাতাসের ঢেউগুলো
ছায়ার মতো অবিকল হেঁটে যায় পিছু পিছু
পড়ে থাকে ইতস্তত পায়ের দাগ,দহন মুহূর্ত
আর নাড়ি ছেঁড়া- নিভৃত টান ও কথার বালিয়াড়ি ।