কথা কখনো প্রভাত কিরণ
আলোকিত করে মন,
কথা কখনো টেনে নেয় কাছে
মনে হয় প্রিয়জন ।
কথা কখনো বিশল্যকরণী
মৃতদেহে আনে প্রাণ,
কথা কখনো শেল হানে বুকে
যেন সে মৃত্যুবাণ।
কথা কখনো মধুর বচন
ওষুধের চেয়ে গুণ,
কথা কখনো মজায় এমন
পানের সঙ্গে চুন।
কথা কখনো কথাসাহিত্য
সাহিত্যিকের বাড়ে মান,
কথা কখনো কথামৃত,
কখনোবা হয় গান।
কথায় কথায় বাড়ে কথা
বলতে কথা শেখ,
কথার ফেরে ভালো-মন্দ
সবাই ভেবে দেখো।