ভারে নুয়ে পড়ে সময়ের চৌকস জলছাপ,
আলোচিত আয়ূরেখা ছুঁয়ে বেঁচে থাকা নির্দিষ্ট সীমারেখার বৃত্তে,
দিগ্বিদিক ঘটনাবহুল অতীত থেকে তুলে আনে স্মৃতিসুখ,
নিষ্প্রভ বর্ণমালার সমন্বয়ে শুধুই অস্তিত্বের কড়িখেলা।
ঢেউ আছড়ে পড়ে হতাশার বালুকাবেলায়,
বেহিসেবী কিছু সাহসী ঝিনুক পড়ে থাকে সৈকত অছিলায়,
জন্মান্তরের বৃত্তান্ত আটকে রাখে শিকড়ের আষ্টেপৃষ্ঠে,
শূন্য স্থানে ছড়িয়ে পড়ে মন কেমনের আবেগ।
অপেক্ষার আয়নায় অবয়ব খোঁজে সন্তর্পণে,
জীবনের নিয়ন্ত্রনহীন ঝরাপাতার মর্মর আগামীর কথা বলে,
মৃত্তিকা আগলে রাখে মমতার পরম বন্ধনে,
জলবিন্দুতে থিতু হয় শেষ যাত্রার পাঠ।