মায়াবিনি চাঁদের আলো
সোনাই নদীর জলে,
ছলাৎ ছলাৎ ঢেউ যে ওঠে,
নাচের তালে তালে।
দুঃখ-সুখের জীবন-দোলায়
ওদের জীবন দোলে,
তার-ই মধ্যে ধিতাং ধিতাং
মাদলে বোল তোলে।
পরব আনে মিষ্টি কী সুখ
হাতছানি দেয় ডাকে,
মনের মধ্যে উথাল পাথাল
মাতাল হাওয়া হাঁকে।
ওদের কাছে শিখতে হবে
বাঁচার নবীন মন্ত্র,
বাঁচার মানে ওরাই জানে
জীবন তো নয় যন্ত্র!
জীবন মানে এক টুকরো সুখ,
ভালোবাসা বাসি,
তার-ই মধ্যে দুঃখ ভুলে
একটু হাসা-হাসি !
জীবন মানে দুঃখ-নদী,
কান্না রাশি রাশি,
তারই মধ্যে আনন্দ-গান
নাচবে পাশাপাশি।
ওরাই জানে লড়াই লড়াই,
লড়াই করে বাঁচতে,
ওরাই জানে,একফালি চাঁদ
ওদের হাতের কাস্তে।