এখানে অবুঝ পাখির দল
ডানা মেলে ছিল গতকাল,
হঠাৎ আগন্তুক মেঘে ভেজা আকাশের গায়ে দুরন্ত মাতাল
ছুটে যায় প্রেমিকের দল করে কোলাহল।
কত কাল-বিলম্বের পরিহাসের সমাপ্তিতে নাচে মহাকাল
উঁচু-উঁচু গাছে তারা বেঁধেছিলো বাসা যেন;
স্মরণের কোলে তারা স্বীকারোক্তির মায়া যেন–
মেঘগুলো খসে যাবে প্রেমিকের গায়ে আজ,
হেথা বয়ে চলে প্রেমের স্রোত করে উপেক্ষা——-
আগ্নেয়গিরি, মেঘের গর্জন, বর্ষার বাজ।
স্নান সেরে নেবে পুষ্পের ডালি ঐ বনমালী
প্রকাশিত হবে নব শুভকামনার মুকুল আসিলে গোধূলি,
শ্রাবণের ধারায় যারা প্রেমিক হয়ে ছিল এমনি করে
কাল জয়ী রূপান্তর হবে তাহার অন্তর প্রেমেরই তরে।