ওগো পলাশ শিহরণ খেলে
তোমার রক্তের লালের তারুণ্য,
ফুলের স্তবকে রূপ খেলা করে
অবাক করা তোমার লাবণ্য।
বাসন্তিক রঙ মনকে রাঙায়
জ্বালায় মনে রক্ত আগুন
দখিন হাওয়ার মৃদু বাতাস
অঙ্গদোলা দেয় ফাগুন।
ওগো পলাশ শিহরণ খেলে
তোমার রক্তের লালের তারুণ্য,
ফুলের স্তবকে রূপ খেলা করে
অবাক করা তোমার লাবণ্য।
বাসন্তিক রঙ মনকে রাঙায়
জ্বালায় মনে রক্ত আগুন
দখিন হাওয়ার মৃদু বাতাস
অঙ্গদোলা দেয় ফাগুন।