দাদা মোর গেছে চলে না ফেরার দেশ,
মন মাঝে কত ব্যথা দুখ ভরা রেশ।
ছিল সদা হাসি খুশি চোখে ভাসে তাই,
সেই স্মৃতি হৃদে জাগে কষ্ট মনে পাই।
সমাজের সেবা কাজে সদা ছিল রত,
অসহায় দুখী জনে করে সেবা কত।
প্রিয় ছিল সকলের নিতো সবা খোঁজ,
গ্ৰামে ঘুরে শিশুদের শিক্ষা দিতো রোজ।
সর্বদা ছিলো যে ব্যস্ত দুস্থ জন নিয়ে,
রোদে পুড়ে জলে ভিজে ত্রান দিতো গিয়ে।
শরীরের দিকে কভু ছিলনা নজর,
বাধা দিলে নানা বাক্যে দেখাতো ওজর।
অবশেষে ক্যান্সারেতে আক্রান্ত যে হয়,
তবু কাজে যায় দূরে বিশ্রাম না লয়।
দিন যায় দেহে হায় রোগ গেল বেড়ে,
এক-দিন ভোরে দাদা গেল পৃথ্বী ছেড়ে।