এই অন্ধকার গলিতে একা একা পড়ে আছি
বেশ আছি
সুবিধে অসুবিধের বিবাদ আমি কাউকেই দিতে চাইনি
তবুও তো বেঁচে আছি;
এইতো বেশ আছি,
মানদণ্ড এবং প্রাণদণ্ড কোন কিছুই আমাকে ভাবায়নি
ভয় এবং অভয় আমাকে কখনো নাড়ায় নি,
নেই কিছু দাবি
না কিছু যাচি,
এমনি এমনিই আমি বেশ আছি
পদপিষ্ট হয়েও তোমাদের চেয়ে পুষ্ট আছি;
কোলাহল থেমে গেলে মনবলে বাঁচি
নীরবতা থেমে গেলে নির্জনে নাচি
সময়ের মাঝে অসময় আসে দেখি
সমাপ্তিরা হেরে গেলে প্রতীক্ষায় হাত রাখি,
আমি এভাবেই বেঁচে আছি
এভাবেই সুখে থাকি
এমনি এমনিই বেশ আছি।