অনেক তো হলো ,
সবুজ খমে পত্র বিনিময় ।
এবার নিয়ে চলো ,
দুজনাতে হোক শুভ পরিণয় ।
প্রথম বলেছিলে চাকরি পেলে ,
কারণ তুমি যে ব্যাটাছেলে ।
তারপরে আবার নতুন বাহানা ।
তুলবে কোথায় ? ভাঙা তোমার বাড়ি খানা ।
চাকরি পেলে, বাড়িও হলো ,
পূর্ণ সবই স্বপ্নগুলো ।
বয়সটা আর নেইকো ষোল ,
দেখতে দেখতে তিরিশ ছুঁলো ।
আর দেরি কেন তবে ?
ধীরে ধীরে সবই হবে ।
কিন্তু বয়সটা কি থেমে রবে !
আজ যা কিছু তোমার আছে ,
ওটাই অনেক আমার কাছে ।
বাড়িতে এবার বুঝিয়ে বলো ,
নেব ঠিক মানিয়ে ।
তোমার সাথে নিয়ে চলো ,
সবাইকে জানিয়ে ।