কেবলই এটার বদলে ওটা হয়ে যায়
যখনই আঁকবো ভাবি শ্রাবণী স্বপ্নের শীষে
ফুটিফুটি পাপড়ির শবনম প্রেম
সময়ের ঠোঁট এসে কেড়ে নেয় গোপনীয় ঘুম
সংযমী বিছানায় ছটপটে শুয়ে থাকে সংশয়ী মাটি
ভাবনার ব্যারিকেডে বাঁধতে চেয়েছি যত জটিলের ডানা
কমা দাঁড়ি হাইফেন ভেঙে
কখন কুটিল পথে জুড়ে বসে’
কুরে খায় সাধাসিধে গেরস্থ অক্ষর
কীভাবে আনবো বশে লক্ষ্যের সহজাত অবাধ্য বোধ
সঠিক শ্বেতপত্রে এই ব্যাঁকাট্যারা কথা
না বোঝার কিছু নেই
বোঝাতে পারি না এটা ওটা হয়ে যায়