একদিন মাকে দিয়েছিলাম দোষ
মা আমার আধা ভিখারী
‘না-হয় আমরা ঘরে করবো উপোস,
তাই ব’লে কি যাবে রাজার বাড়ি ?’
ছেলে ছেলে আমার ছেলে।
ঘুঁটে কুড়িয়ে পেট তো ভরে না!
দোষ যদি হয় রাজার বাড়ি গেলে,
ছেলের উপোস দেখবে কি তার মা ?
একদিন মা-কে দিয়েছিলাম দোষ
ছিলেন তিনি আধা ভিখারী।
এখন আমার সঙ্গে রাজার ভাব ;
মায়ের সঙ্গে আমার আড়ি!