একটুকু ভালো লাগলো আজ একা, শুধু একলা থাকার সুখ
ভুলে গিয়ে হয়ে উঠেছিলাম পঙ্কিল রাস্তার ভিখারি,
কোলাহল, ক্ষোভ, কলহ, দায়িত্ব, অভিযোগ, পাহারায় বুক
জুড়ে নোংরা জমেছিলো, আর হৃদয়ের আঙিনা ও বাড়ি।
কেউ নেই, বেড়াতে গিয়েছে, ছিঁড়ে রাখছি বাচাল টেলিফোন;
দেখি দূরে দু-একটি গাছ লতা, দু-একটি পাখি আমডালে,
আছি, একা, বহু দিন পর, একা, অবর্ণনীয় সুখে ভ’রে আছে মন,
একটু আকাশ দেখি, নীল, যখন ইচ্ছে হয়, বাইরে তাকালে।
একটু একলা থাকতে চাই;- কতো কাল কতো যুগ ধ’রে;
দূরে, হয়তো হিজল ডালে, শুনতে পাই একটি পাখি একা গান গায়,
সেও হয়তো আমার মতোই একা, একলা সুখে আছে ভ’রে;
বহু দিন পর প্রশান্তিতে ঘুমোলাম, একা, একলা, বিছানায়।