সারাদিন অপেক্ষার পরে তুমি এলে,
ক্ষণিকের তরে
তোমার আসা জানিয়ে দিলে হৃদয় আকাশ
ঢেকে অন্ধকারে।
ঝড়কে সাথী করলে চারদিক ভরলে
ধুলোর ধোঁয়ায়
অজস্র টোকা মারলে ঘরের জানলায়।
সাধের বারান্দাখানা এসেই ভিজিয়ে দিলে
ছিল সে জানা পথ যাবে পিছলে।
কাদায় যাবে না পথ চলা,
সোঁদা গন্ধে মন ভরালে
আকাশ থেকে এক পেয়ালা
শীতল মদিরা ঝরালে।
রিনিঝিনি নাচের তালে টুপটাপ কিছুক্ষণ পড়লে
গাছের শাখায় জড়িয়ে স্নিগ্ধ চুম্বনে ভরালে।
নিমেষে কোথায় যেন ক্লান্তি দূর করে দিলে
আবার নিঃশব্দে নীরবে হাওয়ায় মিলিয়ে গেলে।