একাল সেকাল অনেক কালের গল্প বলেন ঠাকমা
এই বরষে গত বরষের গল্প বলা থাকনা
ঠাকমা তোমার শরীর জুড়ে চিতল হরিণ গন্ধ
এই বোশেখে কাল চৈতের গল্প কর বন্ধ
এই বছরে কেমন হবে নিয়ম নীতি নিষ্ঠা
গেল বছরে যা ছিল তা এক্কেবারে ফক্কা
ঠাকমা তুমি ভীষন ডাকো চাঁদকে
এবার তুমি যা বলবে কল্পনাকে হাঠকে
ঝড়ের রাতে আম কুড়োনো পুকুর পাড়ে গা
ভাসানো
এসব এখন বন্ধ
করোনার ভয়ে সব কিছুতে জড়িয়ে আছে দন্দ্ব
ঠাকমা তোমার গল্পে এবার রঙীন রঙীন স্বপ্ন
থাকুক
মিশিয়ে দিও বাস্তব
এই দেশের আবার সব কলেতে জেগে উঠুক
জান্তব
সব দীনতা মলিনতা মুছিয়ে দিও ঠাকমা
নতুন ভোরের সূর্য উঠুক এটাই হোক প্রার্থনা
প্রজাপতি পাখির মুখে জেগে উঠুক
ভালোবাসার উৎসব
সবাই মিলে নববর্ষে এটাই হোক কলরব।