টুকটুকে রাঙা আলসেমি ভাঙা মিষ্টি সকাল,
সুখ অনুভবে, উল্লাস ভরে হই তাল,বেতাল।
সূর্যের সাত রঙে ,সলাজ ঢঙ্গে প্রেমেভরা ভোর-
বঁধুয়া মান ভেঙেছে আমায় নিয়েছে বাহুডোর।
দিনান্তে ,অবকাশে, ফিরে ফিরে আসি ভালোবেসে –
বাধা মানে না মন,পুন্য জীবন সুখ-দুঃখের পাশে,পাশে।
কার্তুজ ছুটে ,মরে থাকে মুটে কোথায় খলনায়ক?
ছিন্নভিন্ন ,দেখি মতভিন্ন প্রতিবাদহীন সব গায়ক।
নীরব দেখি কবি আজকের যত রবি, নিসংশতার দহনে-
আমি কি বেঁচে আছি,মৃত্যুর কাছাকাছি অন্তর্ঘাত সহনে ?
প্রভাত শুধু আসি, সবার মনতুসি শয়নে-স্বপনে-
স্বার্থান্বেষী যত বিবেকহীনে রত প্রলোভীত আত্মযতনে।
ধরণী দীর্ণ, হৃদয় বিদীর্ণ সংসার কত প্রেমহীন
অন্তরে পরকীয়া প্রকাশ্যে বিষ্ণুপ্রিয়া সোহাগ বিলীন।
দূরত্ব মেপে দেখি,এখনও অনেক বাকি,সাধের ছিটমহল-
দুঃস্বপ ধরি, হতাশায় মরি কোথা প্রেমের তাজমহল ?