৭৪ তম স্বাধীনতা দিবস পালন
করলাম আমরা
১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের দেশ
আনুষ্ঠানিক ভাবে বিদেশীদের হাত থেকে
মুক্তি পেয়েছে।
আর আমাদের দেশের মানুষ অর্জন করেছে
স্বাধীনতা !
আচ্ছা ! এ কোন্ স্বাধীনতা !
আমরা আক্ষরিক অর্থে স্বাধীনতা বলতে যা
বুঝি তা হল
দেশের সকল মানুষ আবাল বৃদ্ধ বনিতা,
ধনী – দরিদ্র, মুচি – মেথর, জাতি ধর্ম নির্বিশেষে
সবার নিজ নিজ মত প্রকাশের অধিকার।
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের নিজের মতো করে
বাঁচার অধিকার।
বলপূর্বক তার ওপর কেউ কিচ্ছু চাপিয়ে দিতে
পারবে না
সেই অর্থে আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি !
তবে এ কোন্ স্বাধীনতা !
ধনীর কাছে দরিদ্র পরাধীন, উচ্চ বর্ণের কাছে
নিম্ন বর্ণ ,আর
পুরুষের কাছে নারী পরাধীন।
তবে এ স্বাধীনতা কাদের জন্য!
কাদের জন্য বিপ্লবীদের আত্ম বলিদান!
কাদের ঝুলিতে সঞ্চিত হল ভারতবর্ষের স্বাধীনতা
ভারতবাসী কবে দেখবে সেই প্রকৃত স্বাধীনতা !