ভোরের শিউলির মত
পথে প্রান্তরে পড়ে থাকে
ধর্ষিতার লাশ!
এ কোন্ সভ্যসমাজ,
অরণ্যের চেয়ে বেশি ভয়ংকর
বুঝি জনারণ্য আজ!
শহরে নগরে,বন্দরে ,গ্রাম-গ্রামান্তরে,
কোথাও রেহাই নেই,
সর্বত্র-ই দূষণের হলাহল,
মুখোশ আড়ালে ঘোরে
যত কামান্ধের দল!
পাখির মত একজোড়া ডানা
বুকে পেলে, ইচ্ছে হয় উড়ে উড়ে
অরণ্যে চলে যাই! জনারাণ্যের চেয়ে
বুঝি ভালো অভয় অরণ্য!
যেখানে বাঘ ও হরিণ শিশু
নির্ভয়ে ঘোরে ফেরে!
জৈবিক ক্ষুধার টানে
ধর্ষণ করে না তারা
আপন শাবকে!
বিবেক হীন, মনুষ্যত্বহীন
নরপশু,পাষাণ্ডেরদল,
মাতৃসমা সন্ন্যাসিনীকেও
দেয় না রেহাই?
ধৃত রাষ্ট্রের মত অন্ধসব
নরপতিগণ, দেখেও দেখে না,
শুনে ও শোনে না, অসহায়ার
আর্ত-চিৎকার!
এ কোন্ সভ্যসমাজ।