চলে যাবার জন্যই এসেছি
এই মায়ায় ভরা পৃথিবী ছেড়ে চলে যাব।
এই মনোহর প্রকৃতি, সবুজ পাহাড়, নীল সাগর…
এই সুন্দর নিজের মাতৃভূমি,এই সুন্দর ফুলেদের ছেড়ে,
সুন্দর চঞ্চলা নদীদের ছেড়ে চলে যাব, খুব কষ্ট হবে, কিন্তু উপায় নেই যে।
কেন আসতে গেলাম, আসলামই যদি কেন থেকে যেতে পারব না একেবারে?
কেন চলে যাব? কেন থাকতে পারব না একেবারে? কেন?
আমরা সবাই চলে যাব। যারা এসেছি তারা সবাই চলে যাব।
যারা আসবে তারাও সবাই চলে যাবে।
যারা এসেছিল তারাও সবাই চলে গেছে।
আমাদের কি কষ্ট হয় না পৃথিবী ছাড়তে?
আমাদের দুঃখ বোঝেন না ঈশ্বর?
সেই যখন এত দুঃখ-কষ্ট একদিন পেতে হবে
তাহলে সারা জীবন ধরে তাঁকে ডেকে লাভ কী?
ঈশ্বর জবাব দাও।
কেন চুপ করে আছ?
জবাব দাও।