হঠাৎ করে বরাত জোরে
ইলিশ পেলো ঝাঁকে,
খোকা গেল ইলিশ আনতে
খেয়া নদীর বাঁকে।
বাইকের পিছে বাঁধল কষে
ইলিশ গাদা গাদা,
বাবু এসে ধমক দিলেন
দাঁড়িয়ে যে হাঁদা।
যেতে হবে সন্ধ্যা বাজার
বিক্রী হবে দামে,
কড়কড়ে নোট নেবো গুনে
লাগবে মোদের কামে।
বেটে বামুন হোদল কুতকুত
দুষ্টু একটু বেশি,
চিৎকার করে গ্রাহক টানে
ইলিশ নেবেন দেশি।
বাজার গরম করছে ইলিশ
সস্তায় অনেক পেয়ে,
সর্ষে ভাপা মাছের ভাজা
দেখবে সবাই খেয়ে।