ইচ্ছেদের সিঁড়ি বানিয়ে দিতে হবে
তাদের অনাথ করবো কোন অধিকারে
বটের ঝুড়ি বেয়ে আকাশ অবধি যাবো
আমি চাই তোমার মাথা আকাশ ছুঁয়ে থাক
নীচে নামলে পায়ে প্রনাম রেখে
শব্দের শিউলি ফোটাবো
কবিতা লিখবো মাটির শিকড় দিয়ে
শুধু
ভয়হীন সিঁড়িগুলো
আমার রক্তে
জীবন ঢালুক অবিরাম
ইচ্ছেদের সিঁড়ি বানিয়ে দিতে হবে
তাদের অনাথ করবো কোন অধিকারে
বটের ঝুড়ি বেয়ে আকাশ অবধি যাবো
আমি চাই তোমার মাথা আকাশ ছুঁয়ে থাক
নীচে নামলে পায়ে প্রনাম রেখে
শব্দের শিউলি ফোটাবো
কবিতা লিখবো মাটির শিকড় দিয়ে
শুধু
ভয়হীন সিঁড়িগুলো
আমার রক্তে
জীবন ঢালুক অবিরাম