মন জানালা দিলাম খুলে,
চেনা আটপৌরে চৌকাঠের পরিধির বাইরে,
সরলরৈখিক জীবন ছেঁকে আলতো করে ছুঁয়ে দিই স্পর্শবিন্দু,
অনুভূতির পেখম পাঁপড়ি মেলেছে ইচ্ছে ডানা….
অবচেতন মন ঢেকে রেখেছে ধূলোমাখা জমাট রোমকূপ,
দু-এক পশলা নামুক না হয় এইবেলা,
আস্তরণ ভিজে একসা হোক উপলব্ধির স্ফটিক স্বচ্ছ জলকণায়
মনময়ুরের ইচ্ছে ডানায় ছন্দের মন জুড়ানো সরগম….
হাতটা দাও একটু বাড়িয়ে,
একটু হেঁটে চলি কৃষ্ণচূড়ায় সাজানো রাজপথে,
সুখের খোঁজে যেমন ডাকে বউ কথা কও,
সোহাগ মাখা পূর্ণতায় মনে ইচ্ছে ডানার মদালস মূর্ছনা…
বাঁধন আজ খুলুক দ্বার,
মনে ছুঁয়ে যাক অনুরাগের প্রহর,
সুতো ছাড়ি প্রজাপতির রঙিন ঘুড়ি উৎসবে,
ইচ্ছে ডানার রোদ্দুর পাখায় জানাই স্বপ্ন ছোঁয়ার আমন্ত্রণ…..