আসছে আবার দুগ্গাপুজো
মনে খুশির ছন্দ ,
গণশা বেটা কুঁচিয়ে ধুতি
করছে মোদক নিয়ে দ্বন্দ্ব ।
ইঁদুর বেটা বাগিয়ে থাবা
মোদক করেছে চুরি ,
লক্ষীর ঝাঁপে ধানের গোলায়
তারই দাঁতের কারিগরি ।
বিদ্যের দেবী সরস্বতীর
যত আছে বই খাতা ,
ইঁদুর বাবার ধারালো দাঁতে
সব হলো দফা রফা ।
বাঁচাতে হবে পাওনা শাড়ি
দিয়েছে ভক্তজনে ,
দুগ্গা মা তাই ত্রিশূল হাতে
ইঁদুর অন্বেষণে ।