নিত্য বয়ে চলা এক যাযাবর পদচারণায়,
মুখর প্রতিভাষ রোদ ছুঁড়ে দেয় একফালি সোনালী আভা,
থিতু হতে চায় ছন্দোবদ্ধ মন,
নীরব নিরুত্তাপ সময় কখনও বয়ে আনে স্মৃতির খড়কুটো।
উপচে পড়ে শিথিল অনুভবী বানভাসি,
রোদ বৃষ্টি ভেজা লুকোচুরির মাঝে জমিয়ে রাখি সমিধ……..
ভেসে যাওয়া স্রোতের বিপরীতে চলে মিথ্যে
অভিনয়,
খুশির আড়তে সাজাই স্তূপীকৃত ঈর্ষাহীন বিলাস,
জোয়াল টেনে চলা নিরলস জোয়ারে,
পাটাতনে ভীড় করে সম্পর্কের নিভৃত জলরাশি……..
কাগজের ভাঁজে,
কলমের ওষ্ঠে,
মন বারান্দায় ম ম করে আতর নির্যাস
মৌনী প্রহরের নির্ষ একান্তে খুঁজি খড়কুটো আশ্রয়…….