আশেকে উম্মত্ত যারা
সাইয়ের মনের ভাব
জানে তারা।।
কোথায় বা শরার টাটি
আশেকে বেভুল সেটি
মাশুকের চরণ দুটি
রয়েছে সেরুপ নিহারা।।
মাশুক রুপটি হৃদয়ে রেখে
থাকেন তিনি পরম সুখে
শত শত স্বর্গ থেকে
মাশুকের চরণের ধারা।।
নাহি মানে ধর্মাধর্ম
নাহি করে কর্মাকর্ম
যার হয়েছে বিকার শূন্য
লালন কয় তার করণ সারা।।